পুরভোটে ব্যালট ফেরাতে নির্বাচন কমিশনের কাছে আর্জি তৃণমূলের

0
43

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম চালু হওয়ার পর থেকে রাজ্যে এত দিন পুরভোট ইভিএম-এই হয়েছে। কিন্তু এবার প্রথম আসন্ন পুরসভা ভোট ব্যালট পেপারে করার আর্জি জানাল তৃণমূল কংগ্রেস সরকার।

সূত্রের খবর, সবে মাত্র নির্বাচন কমিশনে তৃণমূল এই আর্জি জানিয়েছে। এখনও কমিশনের তরফে জবাব কিছু আসেনি। আশা করা হচ্ছে, ১০ ফেব্রুয়ারি কিছু জানা যাবে।

election | newsfront.co
প্রতীকী চিত্র। সৌজন্যঃ দ্য হিন্দু

জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, পুর বিভাগ ও নগরোন্নয়নের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন, “ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিগত সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্ত তিনি নগর উন্নয়ন ও পুর বিভাগে জানিয়েছেন। আমরা সেইমতো রাজ্য নির্বাচন কমিশনে এই প্রস্তাবটি পাঠিয়ে দিয়েছি।”

আরও পড়ুনঃ আইনের অপব্যবহার করছে রাজ্য সরকার, মন্তব্য দিলীপের

তবে রাজ্য নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, “পুর ভোট ব্যালট পেপারে করানো হলে আমাদের কোনও সমস্যা নেই। ১০ ফেব্রুয়ারির পরে আমরা সংরক্ষিত তালিকা-সহ সব প্রয়োজনীয় তথ্য প্রকাশ করব। এরপর আমরা নির্বাচনের দিনক্ষণ এবং তা ব্যালট পেপার বা ইভিএমএর মাধ্যমে করা হবে কি না তা নিয়ে চূড়ান্ত ঘোষণা করব। তবে অন্যথায় আমাদের ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনায় কোনও সমস্যা নেই। ”

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যালট ফেরানোর পাশপাশি মুসলিমদের রমজান মাসের সময় পুর নির্বাচন না করার আবেদনও রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয় রাজ্যসরকারের তরফে।

জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here