কালিয়াগঞ্জ পুরসভায় সতেরোটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন তৃণমূলের

0
99

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Tmc inaugurate  seventeen  election office at kaliaganj
নিজস্ব চিত্র

শুক্রবার কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডে আসন্ন লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭টি ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় খোলার পূর্বে ডাক বাংলো রোডে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় শুক্রবার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক পাল তার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন মা মাটি মানুষের কালিয়াগঞ্জ পুরসভা কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে সর্বপ্রকার চেষ্টা করে চলেছে।কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে রাস্তার সংস্কার,শহরের বিউটি ফিকেশনের জন্য ডিভাইডার সহ যোগে টু-লেনের উন্নতমানের সড়ক ড্রেন শহরের বিভিন্ন এলাকায় হাইমাস্ট বৈদ্যুতিক আলো বাসস্ট্যান্ড ট্রাকস্টান্ড উন্নতমানের শ্মশান সুইমিং পুল হাসপাতালের উন্নয়নের কাজ চলছে।রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের সুফল আমরা কালিয়াগঞ্জ শহরেও ইতিমধ্যেই আনতে পেরেছি।তাই এবার আমাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে রায়গঞ্জের লোকসভা আসনের আমাদের তৃণমূলের প্রার্থী কানাইয়া লাল আগরওয়ালকে বিপুল ভোটে জয়ী করে।

Tmc inaugurate  seventeen  election office at kaliaganj
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ থেকে আমাদের লিড দিয়ে আমাদের প্রার্থীর জয়ের পথ মসৃণ করে তুলতেই হবে।তাই সব রকম বিবাদ ভুলে কাধে কাঁধ মিলিয়ে ভোট যুদ্ধে নামার শপথ নিতে হবে।জয়ী করতে হবে আমাদের প্রার্থীকে।আমাদের শহরের উন্নয়নের কাজ আর ও করতে হবে যার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ শহরে একটি মহিলা কলেজ আমাদের করতেই হবে।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা বলেন আমাদের আজকে শপথ নিয়ে বাড়ি ফিরে কাল থেকেই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের সবাইকে।তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন আমরা কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে যেমন দিদির কাছ থেকে যেমন আব্দার করেছি ঠিক তেমনি পেয়েছি।এবার আমাদের দেবার সময় হয়েছে তাই তৃণমূলের সমস্ত স্তরের কর্মীদের কাছে বিশেষ করে অনুরোধ আপনারা সবাই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পগুলো যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ইতিমধ্যেই পাচ্ছে সেগুলির প্রচার নিয়ে মাঠে নেমে যান।মনে রাখতে হবে এই নির্বাচনী যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ পৌরপতি বসন্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ সভাপতি তপন দেব সিংহ,জয়ন্ত সাহা,ঈশ্বর রজক,কলম ঘোষ, দিলীপ কুন্ডু,পুরসভার কমিশনারগন সহ তৃণমূলের সমস্ত স্তরের কর্মীরা।

আরও পড়ুনঃ মাদারিহাটে নির্বাচনী রন কৌশল নিয়ে তৃণমূলের কর্মীসভা

জানা যায় ১৫ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ১৭টি ওয়ার্ডের সমস্ত ওয়ার্ড নির্বাচনী কার্যালযের উদ্বোধনের কাজ শেষ করতে হবে বলে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপতি তথা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সবাইকে জানিয়ে দেন।অসীম ঘোষ এক প্রশ্নের উত্তরে বলেন রাজ্যস্তরের মন্ত্রী এবং নেতৃত্ব কবে কখন আসবে তার নির্দেশিকা পেলে সবাইকে তা আগাম জানিয়ে দেওয়া হবে।নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল সমর্থকদের চোখে পড়ার মত ভীড় হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here