ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠি কোন্দল

0
64

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

আবারও প্রকাশ্যে গোষ্ঠি কোন্দল। যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাদার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠি কোন্দল। লকডাউনের জেরে সবাই যখন ঘরবন্দি। কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। ঠিক সে সময় “ পি এম এ ওআই” ঘরের টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামি আমাদুল্লা হালদারের বিরুদ্ধে।

Shop | newsfront.co
নিজস্ব চিত্র

বাড়ি বাড়ি গিয়ে টাকা চাওয়াই ক্ষুব্ধ এলাকাবাসি। টাকা না দিলে মারধর, খুনের হুমকিরও অভিযোগ উঠেছে। কারোর কাছ থেকে দশ হাজার কারোর কাছ থেকে কুড়ি হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে সদস্যার স্বামির বিরুদ্ধে। ফলে ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত সদস্যার দোকানে চড়াও হয় সাধারণ মানুষ।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

সে সময় সাধারণ মানুষের হয়ে যুব তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা প্রতিবাদ করতে গেলে মারধর করে সদস্যার স্বামি আমাদুল্লা হালদারের অনুগামিরা। উত্তেজিত জনতা দোকান ভাঙচুর করে। কুল্পি থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে কুল্পি থানার ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের বনগাঁ গ্রামে।

আরও পড়ুনঃ মদ নয় রেশন চাই, দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ এসইউসিআই

২০১৮ সালে পঞ্চয়েত নির্বাচনে নির্বাচিত সদস্যা হন তৃণমূল কংগ্রেসের সামিমা হালদার। প্রত্তাশা দেন এলাকা উন্নয়নের। কোথায় উন্নয়ন, আজও ইঁটের রাস্তা সংস্করণ না হওয়া খাল আর মেঠে বাড়ি রয়েছে এলাকায়। যেটুকু সরকারি ঘর হয়েছে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। উন্নয়ন তো ছাড় ঘরের টাকা থেকে খাল সংস্করণ, রাস্তা থেকে একাধিক প্রকল্পের টাকা তছরুপ করেছে তৃণমূল কংগ্রেস সদস্যা সামিমা হালদারের স্বামি আমাদুল্লা হালদার।

আরও পড়ুনঃ বৈশাখের দুপুরে গাছ থেকে জল পড়া দেখতে ভিড় হরিশ্চন্দ্রপুরে

লকডাউনে মানুষ যখন ঘরবন্দি, তখনই তৃণমূল কংগ্রেসের উপর মহলের দোহাই দিয়ে কাঠমানি চাইতে যায় সে। তা দিতে না পারায় নানান সুবিধা থেকে বঞ্চিত করে সদস্যা সহ তার স্বামি সাধারণ মানুষকে, বলে অভিযোগ। শুরু হয় ক্ষোভ। ফলে আজই কয়েকশো মানুষ চড়াও হয় তাদের প্রাপ্য দাবি নিয়ে। কুল্পি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদারের সঙ্গে যুব তৃণমূল কংগ্রেস নেতা তারকনাথ প্রামানিক গোষ্ঠির কোন্দল চরমে ওঠে।

যদিও বিষয়টি ভিত্তিহিন বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যা থেকে তার স্বামি। অভিযুক্তদের দাবি যারা ঘেরাও করেছে তারা প্রত্যকে নির্দল করে। ত্রানের নামে কাঠমানি সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিজেপি নেতা সুফল ঘাঁটু। বৃহত্তর আন্দলনের পথে নামার কথাও বলেছেন তারা। বিষয়টি নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here