নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ভোট যত এগিয়ে আসছে এই বঙ্গে ততই যেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বে-আবরু হয়ে পড়ছে। সে মাদার তৃণমূল হোক কিম্বা যুব,এমনকি দলের যে ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা রাখেন দলের নেত্রী সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রী থেকে কর্মী সমর্থকদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে হামেশায় মুখ পুড়ছে দলের।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গত মঙ্গলবার দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেছে দুই পক্ষের দুই জনের। তবুও জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব আজও অব্যাহত। তার প্রমাণ মিলেছে গতকাল বালুরঘাট কলেজের ঘটনায়।
বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষই বালুরঘাট থানায় অভিযোগ জানাতে গেলে,এক পক্ষের নেতারা অপেক্ষা করছিল বাইরে! তখনই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার ভেতর থেকে বেরিয়েছিল। এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।
থানার মধ্যেই জমায়েত হতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের আর এক গোষ্ঠী। পুলিশের সঙ্গে চলে দীর্ঘ বাদানুবাদ। এরপরই হঠাৎ পুলিশ মারমুখী হয়ে ওঠে। তিন জনকে এখনো পর্যন্ত আটক করেছে পুলিশ। অভিযোগ মারধর করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মীকে।
মূল ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাত্রির থেকে। কলেজের টিএমসি’র দুই গোষ্ঠীর মধ্যে ইউনিয়ন ঘরে এক পক্ষ তালা মেরে দেওয়াকে কেন্দ্র করে।অভিযোগ, ইউনিয়ন ঘরে নেশা, গাঁজার আড্ডা চলত।
আরও পড়ুনঃ রেল পুলিশের অত্যাচারে মেদিনীপুরে হকারের আত্মহত্যা, অভিযোগ
অন্যপক্ষের অভিযোগ, টিএমসি-র ওই গোষ্ঠী তাদের দখলে থাকা ছাত্র সংসদের কাজ কর্ম বন্ধ করে তাদের অপদস্থ করার জন্য এই কাজ করেছে। এই নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত কলেজ চত্বর। এদিন সন্ধ্যায় এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তারপরেই একে অপরের বিরুদ্ধে থানায় এফআইআর করতে এসে ঝামেলার সৃষ্টি হয়। এক পক্ষের অভিযোগ, যারা তাদের মেরেছে তারা বহিরাগত। কলেজের কোন ছাত্রই নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584