মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা ২ নম্বর ব্লকের শালমারা বাজার। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো বোমা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে। বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি মোটরবাইক।
প্রকাশ্যে তৃণমূল কর্মী সমর্থকদের একপক্ষকে বোমা ছুঁড়তেও দেখা যায় বলে অভিযোগ। এছাড়াও উভয়পক্ষের মধ্যে আক্রমণ প্রতিআক্রমণ -এর ঘটনায় আহত হয় উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাস্কির চৌধুরী সহ বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে এক বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বর্তমানে অবস্থা থমথমে। যেকোনো সময়ে পুনরায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
দিনহাটার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে। ব্লক সভাপতি নির্বাচনের পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড়ো আকার নেয়। একদিকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ -এর অনুগামী তৃণমূল কর্মী সমর্থক এবং অপরদিকে তৃণমূলের নাজিরহাট ২ অঞ্চলের প্রাক্তন সভাপতি তরণী কান্ত বর্মনের অনুগামীদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে। উভয়গোষ্ঠী স্বতন্ত্রভাবে নানা কর্মসূচি গ্রহণ করে আসছে।এদিন বেশ কয়েকটি মোটরবাইক পুড়িয়ে দেওয়া ছাড়াও উভয় গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হয় বলেও জানা গেছে।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই’র
উল্লেখ্য, তৃণমূলের বিভিন্ন কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যায়। দিনহাটা ২ নং ব্লকে মির হুমায়ুন কবিরকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় উদয়ন ঘনিষ্ঠ বিষ্ণু সরকারকে। বৃহস্পতিবারও দিনহাটা দুই ব্লকের নয়ারহাট ও সাহেবগঞ্জে দুই গোষ্ঠীর পৃথক পৃথক বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। নয়ারহাটে বিজয়া সম্মিলনীর ওই অনুষ্ঠানে উদয়ন বিরোধী গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা কার্যত বিধায়ককে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অপরদিকে সহেবগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ব্লক সভাপতি বিষ্ণু সরকার নয়ার হাটের ওই অনুষ্ঠানকে অবৈধভাবে ঘোষণা করেন। এর পরেই এদিন সকালে নাজিরহাটে দুই পক্ষের গন্ডগোল কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নাই এলাকা।
আরও পড়ুনঃ দাসপুরে বালকের মৃতদেহ নিয়ে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ পরিজনদের
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, বিধানসভা ভোটের আগে নিজেদের ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূল নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তৃণমূলের সন্ত্রাসে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। বিধায়ক উদয়ন গুহ গোষ্ঠীর সাথে এলাকার তৃণমূলের অপর গোষ্ঠীর এই গন্ডগোলের ঘটনায় মানুষ এদের উপযুক্ত জবাব দেবে।তৃণমূলের দিনহাটা ২নং ব্লক সভাপতি বিষ্ণু সরকার বলেন, দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করেই এদিন এই গন্ডগোল এর সূচনা হয়। বেশ কয়েকজনের মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া ছাড়াও তাদেরকে মারধর করা হয়। তবে বিষয়টি আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584