নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পাড়ার শীতলা পুজোর ফ্লেক্স , ব্যানারের জেরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর তাও খোদ কলকাতার বুকেই। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনন্দা সরকারের নাম বাদ দিয়ে ফ্লেক্সে ছাপা হল শুধুই মন্ত্রী শশী পাঁজার নাম। সেই ফ্লেক্স টাঙাতে বাধা দেন সুনন্দা অনুগামী তৃণমূল কর্মীরা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অশান্তি গড়ায় থানা পর্যন্ত।
কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গরাণহাটা স্ট্রিট। আগামী ৪ এপ্রিল রক্তদান শিবিরের আয়োজন করেছে স্থানীয় একটি ক্লাব। ৫ এপ্রিল শীতলা পুজোও করছে ঐ একই ক্লাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে পাশে থাকেন মন্ত্রী শশী পাঁজা। এই ওয়ার্ডেই এবার জিতে কাউন্সিলার হয়েছেন তৃণমূলের সুনন্দা সরকার। কাউন্সিলারের অনুগামীদের অভিযোগ, পুজো ও রক্তদান শিবিরের পোস্টারে ক্লাবের কর্মকর্তারা শশী পাঁজা ছাড়াও এমন অনেকের নাম দিয়েছেন যেগুলি না দিলেও চলতো। কিন্তু ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলারের নামই বাদ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই সুনন্দা সরকারের অনুগামীরা এলাকায় ব্যানার টাঙাতে বাধা দেন।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার বাদশার শপথ এসডিও অফিসে
এতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে বড়তলা থানায় লিখিত অভিযোগ জানায় ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগে তাঁরা লেখেন কিছু দুষ্কৃতী পোস্টার, ব্যানার খুলে দিয়েছে। এতে বেজায় চটে যান কাউন্সিলার অনুগামীরা। তাঁদের দাবি, কেন তাঁদের দুষ্কৃতী বলা হল অভিযোগ পত্রে! তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেই আপাতত সরগরম কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584