সুদীপ পাল,বর্ধমানঃ
আসামে নাগরিকপঞ্জি নিয়ে যে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ভাবে আসামে নিরীহ বাঙালি হত্যা হচ্ছে তারই প্রতিবাদ করে পথে নামল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
উলফা জঙ্গিরা এই হত্যার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছিল। যদিও তারা এক বিবৃতিতে ঐ অভিযোগ অস্বীকার করেছে। বর্ধমানের গলসী ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও সভা করা হয়। ব্লক সভাপতি জাকির হোসেন,গলসী বিধায়ক আলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রথমে বুদবুদের দলীয় কার্যালয় থেকে শুকডাল মোড় প্রযন্ত একটি মিছিল করা হয়। মিছিল করার সময় দলীয় নেতাকর্মীদের হাতে ছিল মোমবাতি এবং মুখ কালো কাপড়ে বাঁধা।মিছিল শেষে বুদবুদ বাজারে একটি ধিক্কার সভা করা হয়। দলীয় নেত্রীর বক্তব্য যেভাবে নাগরিকপঞ্জির নাম করে বাঙালীদের হত্যা করা হচ্ছে তা একদিকে যেমন নিন্দনীয় অন্যদিকে গণতন্ত্রবিরোধী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584