নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে মানুষ যখন দিশেহারা ,তখন সবচেয়ে সঙ্কটে দিনমজুর ও চা বাগান শ্রমিকরা। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কিছু সমাজসেবী।
লকডাউনের পর থেকেই সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিলি করা চলছে তারা। তার পাশাপাশি শনিবার চোপড়া ও ইসলামপুর এলাকার অস্থায়ী চা বাগান শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর চা মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক দীপক রায়।
আরও পড়ুনঃ লকডাউনে লুডো খেলতে গিয়ে রাস্তায় কান ধরে উঠবোস যুবকদের
এদিন তিনি এলাকার প্রায় দেড় হাজার অস্থায়ী চা শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী, চাল, ডাল, মুড়ি, সয়াবিন ও একটি করে সাবান তুলে দেন। মাঝিয়ালি অঞ্চলের ফটিক চন্দ্র টি ফ্যাক্টরিতে এই খাদ্য সামগ্রী বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, শ্রমিক নেতা আখতার আলী, অপূর্ব দাস প্রমুখ। এমন উদ্যোগে খুশি চোপড়া এলাকার অস্থায়ী চা শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584