পিয়ালী দাস, বীরভূমঃ
মাত্র চার দিনের মধ্যে মানভঞ্জন করে আবার দলে ফিরলেন রামপুরহাটের তৃণমূল নেতা আব্বাসউদ্দীন। দিন কয়েক আগে রামপুরহাট পুরসভার প্রশাসক অশ্বিনী তেওয়ারির বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন।
পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় রাজ্যের কৃষি মন্ত্রী তথা রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়কে। আব্বাসউদ্দীনের দল ছাড়ার খবর পেয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিষয়টি আলোচনা করে কি সমস্যা আছে দেখা হবে এবং তা মিটিয়ে নেওয়া হবে।
আরও পড়ুনঃ সংখ্যালঘুদের দলে টেনে কোচবিহারে শক্তিবৃদ্ধি ঘটাচ্ছে বিজেপি
শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বিক্ষুব্ধ তৃণমূল নেতা আব্বাসউদ্দীনকে পাশে বসিয়ে আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন,”দলের একনিষ্ঠ আব্বাসউদ্দীন দলেই আছেন,ছোট্ট সমস্যা হয়েছিল তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়েছে।” দ্রুত সমস্যার সমাধান হয়েছে তাই অত্যন্ত খুশি তৃণমূল নেতা আব্বাসউদ্দীন।
তিনি বলেন, “একসঙ্গে দল করতে গেলে সামান্য ভুল বোঝাবুঝি হয়। অভিভাবক আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলোচনায় সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কোন সমস্যা হলে তা দলীয় স্তরে আলোচনা করে সমাধান করা উচিত। সংবাদমাধ্যমে দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে মন্তব্য আমি করেছিলাম তার জন্য আমি দলের কাছে ক্ষমাপ্রার্থী।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584