সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিকদের দেখভালের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা নিয়ে বিতর্ক তুঙ্গে, তারই মাঝে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। এমতাবস্থায় মুম্বাই থেকে ভাঙরে ফিরেছে পরিযায়ী শ্রমিকরা।
ভাঙরের নারায়ণপুরের বৈরমপুর গ্রামে যাদের বাসস্থান তারা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু মুম্বাইতে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি থাকায় বৈরামপুর গ্রামের মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। মানুষের আতঙ্ক কাটাতে এবং পরিযায়ী শ্রমিকদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে পিপিই কিট পরে ব্যাগভর্তি খাদ্য সামগ্রী নিয়ে ওই গ্রামে হাজির হন ভাঙড়ের বিশিষ্ট তৃণমূল নেতা অহিদালী শেখ।
পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে স্যানিটাইজ করার পর তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বাচ্চাদের বেবি ফুড থেকে চাল ডাল আলু সহ মাস্ক তুলে দেন। এর পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘর স্যানিটাইজ করা হয়। এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন ওই তৃণমূল নেতা।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মৃত্যুহার খতিয়ে দেখতে যাবে সরকারি অডিট টিম
গ্রামের মানুষের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “আজ যারা মুম্বাই থেকে ফিরে এসেছে তারা আপনাদেরই ঘরের ছেলে, ঘরের মেয়ে, ঘরের বউ, ঘরের বাচ্চা। তাদেরকে আপনারা অবহেলা করবেন না, তাদেরকে আপনারা সাহস দিন। তারা সুস্থ থাকুক আপনারাও সুস্থ থাকুন এ প্রার্থনা আল্লাহ ঈশ্বরের কাছে করুন।”
এলাকার তৃণমূল নেতার এই কর্মকাণ্ড দেখে খুশি গ্রামের মানুষজন। এ বিষয়ে অহিদালী শেখ বলেন বিডিও সৌগত পাত্রের নির্দেশমতো আমি বৈরামপুর গ্রামে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি, তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। তিনি আরও জানান সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশে ভাঙরে আমি সর্বদা মানুষের পাশে আছি, থাকবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584