নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ভোটের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো বিবাদের জেরে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। চলল গুলি, জনতার রোষে প্রাণ বাঁচাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালিপদ সরকার।
অপর দিকে গুলিতে গুরুতর জখম জেলা সভাপতি গৌতম দাসের কাছের লোক সঞ্জিত সরকার। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উত্তর নারায়নপুরে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। খবর পেয়ে একদিকে জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্তের নেতৃত্বে বালুরঘাট থেকে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রুট মার্চের পাশাপাশি এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে এলাকার নেতা কালিপদ সরকারের মৃত্যুর খবর পেয়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা গঙ্গারামপুর হাসপাতালের সামনে জড়ো হয়েছেন।
পরিস্থিতি যে কোন সময় অন্য দিকে মোড় নিলেও নিতে পারে বলে স্থানীয় মানুষের অনুমান।তৃণমূলের স্থানীয় নেতা দুলু রায় হাসপাতালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে জানান, “আজ সকালে উত্তরনারায়নপুরের পার্টি অফিসে গুলিতে আহত সঞ্জিত ও অন্যান্যরা ক্যারাম খেলছিল। সেই সময় তৃণমূল নেতা কালিপদ সরকার সেখানে তার জনা তিনেক সঙ্গীকে নিয়ে এসে পুরোনো একটি ঘটনা নিয়ে সঞ্জিত সরকার ও অন্যদের সাথে বিবাদে জড়িয়ে পরে।
আরও পড়ুনঃ পিংলায় একশো দিনের কাজ প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু, আহত ২
এই সময় হঠাৎ তৃণমূল নেতা কালিপদ সরকার সঞ্জিত সরকারকে লক্ষ করে গুলি চালালে তার মাথায় গুলি লাগে। এরপরেই স্থানীয়রা তা দেখতে পেয়ে কালিপদ সরকারকে ধরার জন্য তাড়া করে। কালিপদ সরকার প্রাণ ভয়ে দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পরে।”
পরবর্তীতে স্থানীয়রা দুজনকেই গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত কে মালদাতে রেফার করলেও কালিপদ সরকারকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে জখম একাধিক পুলিশ কর্মী
এর আগেও লোকসভা ও বিগত বিধানসভা নির্বাচনের আগে ও পরে বেশ কিছু শাসক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই এলাকায়। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে ভোটের আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584