নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন চলছে প্রায় একমাস হতে চললো। এই সময়ে ধারাবাহিকভাবে ইসলামপুর বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সংকটের মুহূর্তে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এক জন প্রতিনিধি ও সমাজকর্মী।
শুক্রবার স্থানীয় পন্ডিত পোতা গ্রাম পঞ্চায়েতের অমল ঝারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার মুহূর্তে প্রায় ২০০ জন দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনা আবহে সংগঠন-ক্লাবের উদ্যোগে দুঃস্থদের সামগ্রী বিতরণ গ্রামে
মূলত ব্যক্তিগত উদ্যোগে এহেন সামাজিক প্রচেষ্টায় শামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাত বানু এবং তার প্রতিনিধি তথা সমাজকর্মী জাভেদ আখতার।
খাবার না পেয়ে মানুষ যাতে সমস্যায় না পড়েন তার জন্য এই দীর্ঘ দিনের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইসলামপুর বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে লকডাউন থাকাকালীন চলবে তাদের এই প্রয়াস। বলে জানিয়েছেন জাভেদ সাহেব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584