নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হলেন ভরতপুর দুই ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আবু তাহৈদ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারে। আহত অবস্থায় আবু তাহৈদকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। সালারের সংখ্যালঘু সেলের সভাপতি আবু তাহৈদের অভিযোগ, তাকে মারধর করে সালার ব্লক তৃণমূল সভাপতি তথা সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহারুদ্দিন সিজার মিঞা।
বিনা কারণে তার উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে সালার ব্লক হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তবে এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন সিজার মিঞা।
আরও পড়ুনঃ জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রতি ব্লকে কোয়ারেন্টাইন তৈরির নির্দেশ
তিনি জানান ঘটনাটি আবু তাহৈদের পাড়ায় হয়েছে এবং সেটি নিছকই একটি ব্যক্তিগত বিষয়। কিছু যুবককেরা পাড়ায় ঝামেলা করছিল তার জেরে হাতাহাতি হয়েছে।
এখানে ওনার কোন রকম যোগসাজোশ নেই। তাছাড়া তিনি নিজের একটি কাজে ব্যস্ত ছিলেন। এবং শোনার পর তিনি খোঁজও নিয়েছেন আবু তাহৈদের। ঘটনাটির সাথে দলের কোন সম্পর্ক নেই সেই সাথে ওনারও কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584