ফের প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সুর চড়ালেন আরও এক বর্ষীয়ান তৃণমূল বিধায়ক

0
121

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, উত্তর চব্বিশ পরগনার বারাসতের দক্ষিণের বিধায়ক শীলভদ্র দত্তর পর এবার খোদ তৃণমূল দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সুর চড়ালেন প্রবীণ তৃণমূল নেতা জটু লাহিড়ি৷ তিনি হাওড়ার শিবপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক।

jatu lahiri | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এদিন তিনি বলেন, “ভাড়া করা লোক দিয়ে ভোটে জেতা যায় না৷” হেভিওয়েট তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পরই সরগরম রাজ্য রাজনীতি। ঠিক তারই মধ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শিবপুরের এই প্রবীণ বিধায়ক জটু লাহিড়ি৷ বর্তমানে দলের কর্মকাণ্ড নিয়ে তিনি যে অপমানিত তা স্পষ্ট করলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা৷ এদিন তিনি প্রশান্ত কিশোরকে সরাসরি ভাড়াটে বলেও আক্রমণ করেন৷ এমনকি প্রশান্ত কিশোর আসার পরেই দলের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ কোন পথে যাবেন মুর্শিদাবাদের শুভেন্দু অনুগামীরা! মুখ খুললেন প্রাক্তন জেলা সভাধিপতি

আগামী দিনে প্রয়োজনে দল ছাড়ার পরোক্ষ ইঙ্গিতও দেন তিনি৷ এদিন জটু লাহিড়ি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ নিজের হাতে দল পরিচালনা করা৷” তৃণমূল নেতা শুভেন্দু অধিকারির মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে এদিন তিনি বলেন, “শুভেন্দু পেরেছেন মন্ত্রিত্বের মোহ ছেড়ে বেরিয়ে আসতে৷” এই ঘটনার উল্লেখ করে তিনি দলের অন্দরের সমস্যার কথাও বলেন ৷

আক্ষেপের সুরে এদিন তিনি বলেন,২০১৩ সালে দলের কিছু নেতার জন্য তিনি মেয়র হতে পারেননি৷ এছাড়াও এদিন তিনি বলেন, “গত দু বছর ধরে হাওড়া পৌর নিগমের মানুষ পরিষেবা পাচ্ছেন না ৷ উচিৎ ছিল সময়ে ভোট করা ৷

আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বহাল থাকছে শুভেন্দুর সরকারি নিরাপত্তা

নির্বাচনের কয়েকমাস আগে হাওড়া সদরে সাংগঠনিক রদবদল ঠিক হয়নি৷”উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেশ চাপে পড়েছে রাজ্যের শাসক শিবির ৷ কয়েকদিন আগেই জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী ৷

এরপরেই মন্ত্রিত্ব ছাড়েন আর এক হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বিজেপিতে যোগদান করবেন কি না সে বিষয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে তৃণমূলের এই বর্ষীয়ান নেতার গলায় উলটো সুর ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here