সুদীপ পাল,বর্ধমানঃ
সামনে ভোট দিনক্ষণ নির্ধারিত হয়ে গেছে এখনো চলছে দলবদল।দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়ার পরাণগঞ্জ এলাকার স্থানীয় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা দিবাকর ঘোষ ও স্থানীয় বেশ কিছু সিপিএম কর্মী সহ মোট ৩১ জন দলবদল করে বিজেপিতে যোগদান করলেন।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই ও মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।বিজেপিতে যোগদানকারী কর্মীদের বক্তব্য, রাজ্যে সুশাসন আনতে পারে একমাত্র বিজেপি।সিপিএম ও বর্তমান শাসক দলের যে অত্যাচার তার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে।
আরও পড়ুনঃ কংগ্রেসে যোগদান করলেন হার্দিক প্যাটেল
তাই বিজেপিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ১১০ জন তৃণমূল কর্মী – নেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শাসকদল তৃণমূলের দুস্কৃতিরা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে বলে অভিযোগ করেন বিজেপি জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
যদিও এই দলবদল নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব এই দলবদলকে আমল দিতে রাজি নন।সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন বিজেপির মিথ্যা প্রচারে কান দিয়ে তারা সময় নষ্ট করতে রাজি নন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584