তবে কি দিলীপ ঘোষও এই টাকার ভাগ পান? প্রশ্ন জ্যোতিপ্রিয়র

0
139

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

jyotipriyo mallick | newsfront.co
ফাইল চিত্র

আমফান দুর্নীতিতে প্রথম থেকেই তৃণমূলকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলগুলি। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলিও যে আমফান দুর্নীতিতে সুযোগ নিয়েছে, এবার তার তালিকা প্রকাশ করল তৃণমূল। এবার আমফান দুর্নীতিতে যুক্ত ৮০০ বিজেপি পঞ্চায়েত সদস্যের তালিকা প্রকাশ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ বিজেপির।

list | newsfront.co
দূর্নীতিগ্রস্থদের নামের তালিকা। নিজস্ব চিত্র

এদিন তালিকা দেখিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সব সদস্যদের নিয়ে বিজেপি নীরব কেন? তৃণমূল নেতার কটাক্ষ, ‘তবে কি নিচু তলার এই সব টাকা বিজেপির রাজ্য স্তর পর্যন্ত যায়?’ এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে ছাড়েননি জ্যোতিপ্রিয় মল্লিক । তার তীব্র আক্রমণ, ‘তবে কি দিলীপ ঘোষও এই টাকার ভাগ পান?’

আরও পড়ুনঃ দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ কৃষ্ণেন্দুর

প্রসঙ্গত, আমফান দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তি দাবি করে কিছুদিন আগে সরব হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। এ দিন পালটা আক্রমণ করে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ‘আমাদের দলে অনুশাসন আছে। তাই আমরা শাস্তি দিই। আর ওরা সব জেনেও চুপ থেকে আড়াল করে।” এই তালিকা উত্তর ২৪ পরগনার প্রতি ব্লকের বিডিওদের কাছ থেকেই নেওয়া হয়েছে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here