মঞ্চে উঠে কেঁদে ফেললেন! পদ্ম পতাকা না ধরেই সভামঞ্চ ছাড়লেন তৃণমূল নেতা

0
209

নিজস্ব সংবাদদাতা, ডানকুনিঃ

bjp party | newsfront.co

যোগ দিতে গেলেন বিজেপিতে, পরক্ষনেই নাটকীয় মোড় ঘটনায়। কৃষ্ণেন্দু মিত্র, ডানকুনির তৃণমূল নেতা, দলের বিরুদ্ধে ক্ষোভের কথা জানিয়ে কাঁদতে কাঁদতে ঘোষণা করেছিলেন দলে ‘অপমানিত’ হওয়ায় গেরুয়া শিবিরেই নাম লেখাবেন তিনি।

বিজেপির সভাস্থলে দলবল সমেত পৌঁছেও গিয়েছিলেন ডানকুনির বিদায়ী তৃণমূল কাউন্সিলর। কিন্তু তারপরই নাটকীয় পট পরিবর্তন। বিজেপির মঞ্চে উঠেও বিজেপিতে যোগ না দিয়ে ফিরে গেলেন কৃষ্ণেন্দু মিত্র।

আরও পড়ুনঃ এইচ-১বি ভিসায় নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের

ঘটনার চমকে তখন তুমুল উত্তেজনা সভায়। প্রশ্ন ওঠে কেন বিজেপিতে যোগ দিতে এসেও পতাকা হাতে নিলেন না ডানকুনিতে তৃণমূলের প্রতিষ্ঠাতা কৃ্ষ্ণেন্দুবাবু। ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিষ মুখোপাধ্যায় তৃণমূল ছেড়ে আগেই গিয়েছেন বিজেপিতে । কৃষ্ণেন্দু মিত্রকে নিয়েও তেমনি জল্পনা ছিল। বৃহস্পতিবার ডানকুনিতে বিজেপি যোগদান মঞ্চে কৃষ্ণেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন, এই খবর পান এলাকার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার।

কালবিলম্ব না করে বিজেপির সভায় যাওয়ার আগেই কৃষ্ণেন্দু বাবুকে ফোন করেন শাসক দলের বিধায়ক স্বাতী। স্থানীয় স্তরে সংগঠনের কাজে কৃষ্ণেন্দু মিত্রের গুরুত্বের কথা তাঁকে স্মরণ করিয়ে দেন স্বাতী খন্দকার। পাশাপাশি বিজেপিতে যোগ দিতেও নিষেধ করেন বিধায়ক। ফোনে বিধায়কের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। কেঁদে ফেলেন প্রাক্তন কাউন্সিলর।

আরও পড়ুনঃ বছরের শুরুতেই উত্তেজনা দিনহাটার ভেটাগুড়িতে, বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই ঘটনার জেরেই কৃষ্ণেন্দুবাবু গেরুয়া মঞ্চে গেলেও বিজেপিতে যোগ না দিয়েই চলে আসেন বলে দাবি তৃণমূলের। তবে গেরুয়া শিবিরের বক্তব্য অনুযায়ী, যোগদানের সময় মঞ্চে বক্তব্য রাখার দাবি জানিয়েছিলেন কৃষ্ণেন্দু মিত্র। আর তা না হতেই বেঁকে বসেন তিনি। যদিও পদ্ম শিবিরের তরফে এই ঘটনাকে ‘প্রাক্তন কাউন্সিলরের ‘ব্যক্তিগত’ বলেই জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here