‘বিজেপি ২০১৪ সাল থেকে মুখোশ পরে আছে’ – মন্ত্রী মলয় ঘটক

0
64

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারে যে উন্নয়ন করেছেন তা মানুষ দেখছেন। বিজেপি ২০১৪ সাল থেকে মুখোশ পরে আছে।

tmc leader | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির চেহারা মানুষ বুঝতে পেরেছে। কৃষি বিল, শ্রমিক বিল সব বিজেপি করেছে। জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এসে একথা বলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এদিন দলীয় দফতরে বিজেপি যুব মোর্চা থেকে আসা পাঁচ জন নেতাকে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মলয় ঘটক।

malay ghatak | newsfront.co
মলয় ঘটক, রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা উন্নয়নের উদ্দেশ্যে সভার আয়োজন এগরায়

বিজেপি দলে থেকে তারা কোন কাজ করতে পাচ্ছেনা। তাই তৃণমূলের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে তারা তৃণমূল কংগ্রেস যোগ দিলেন। তাদের সঙ্গে শতাধিক বিজেপি কর্মীও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিন আলিপুরদুয়ার ভাঙ্গাপুলে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের একটি দলীয় দফতরও শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করেন।

এখান থেকেই মানুষের অভাব অভিযোগ দেখা হবে বলে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামি,তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here