নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বৃষ্টিতে ঘর ভেঙে যাওয়ার কথা জানতে পেরে অশীতিপর বৃদ্ধের পাশে দাঁড়ালেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ ইয়াসিন। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে বৃদ্ধের একমাত্র শোবার ঘরটি ভেঙে পড়ে। ফেসবুকের মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন রতুয়া বিধানসভার তৃণমূল নেতা ইয়াসিন।
সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সামসি অঞ্চলের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের সঙ্গে। সবার সাথে আলোচনা সেরে শুক্রবার সকালে দেখা করেন ওই বৃদ্ধ নরেন মন্ডলের সঙ্গে। ইয়াসিন সঙ্গে করে নিয়ে যান ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, লুঙ্গি, শাড়ি, জামা ইত্যাদি। এছাড়াও কিছু নগদ আর্থিক সাহায্য দিয়েছেন তিনি নরেন মন্ডলকে।
আরও পড়ুনঃ রাখির পসরা সাজিয়েও কার্যত নিরাশ ব্যবসায়ীরা
নরেনবাবু ভেজা গলায় জানান, তার একমাত্র শোবার ঘরটি বৃহস্পতিবার দিনের বেলায় ধ্বসে পড়ে যায়। দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিলেননা। নইলে হয়তো মাটি চাপা পড়ে মারা যেতেন। তারপর থেকে পুরো ২৪ ঘন্টা কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে।
তৃণমূল নেতাদের কাছ থেকে এই সাহায্য পেয়ে তিনি আপ্লুত। নরেনবাবু তাদের কাছে অনুরোধ করেন একটি পাকা ঘরের ব্যবস্থা করার। তার কথা শুনে মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের স্বামী এবং তৃণমূল নেতা ইয়াসিন জানান, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে তাকে একটি পাকা ঘর করে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584