প্রকাশ্য মঞ্চে তৃণমূল নেতার অশ্লীল নাচ

0
469

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Tmc leader obscene dance on public stage
নিজস্ব চিত্র

প্রকাশ্য অনুষ্ঠান মঞ্চে অশ্লীল নাচে মাতলেন এলাকার তৃণমূল নেতা তথা সমবায় সমিতির সভাপতি।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পাটনা অঞ্চলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দোল উৎসব উপলক্ষ্যে। সেই দোল উৎসবের সাংস্কৃতিক মঞ্চেই আপামোর জনসাধারণের মনোরঞ্জনে নর্তকীর সাথে কোমর দোলালেন এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত পাটনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি নরহরি বেরা।

Tmc leader obscene dance on public stage
নিজস্ব চিত্র

পাটনা সমবায় সমিতির সভাপতি জগন্নাথ মুলা খুনের অভিযোগে বর্তমানে জেলে।তার পরিবর্তে সমবায়ের বোর্ড অব ডিরেক্টরের অন্যতম সদস্য নরহরি বেরার হাতেই ক্ষমতা।এই ক্ষমতার দাপটেই কি প্রকাশ্যে অশ্লীলতা উঠছে প্রশ্ন।তৃণমূল নেতার অশ্লীল নাচকে অবশ্য ইতিমধ্যেই হাতিয়ার করেছে বিজেপি।সাম্প্রতিক সময়ে বিজেপির সংস্কৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব, এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে বিজেপি শিবির।

Tmc leader obscene dance on public stage
স্থানীয় বিজেপি নেতা। নিজস্ব চিত্র

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি বিশ্বজিত কবিও।ঘটনার নিন্দা করে তাঁর দাবি,দলের সংষ্কৃতি নষ্ট করছে তৃনমূলের এই নেতা তাই হাইকমান্ডকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

Tmc leader obscene dance on public stage
বিশ্বজিৎ কবি,তৃণমূল অঞ্চল সভাপতি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেলায় মহিলাদের অশ্লীল নাচের আসর,গেটের পাহারায় পুলিশ

ঘটনা নিয়ে তৃনমূল যে যথেষ্ট অশ্বস্তিতে তা কার্যত পরিষ্কার তৃনমূলের অঞ্চল সভাপতির কথাতেই।তৃণমূল হাইকমান্ড ঘটনার পর কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here