শুভেন্দু অনুগামী হওয়ায় অপসারিত হতে হয়েছে, প্রতিবাদে হাইকোর্টে পিটিশন টিএমসি নেতার

0
130

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত অক্টোবরে মেদিনীপুর শহরে ক্লাব সমন্বয় কমিটির ডাকা একটি বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অনুগামীদের উদ্যোগে আয়োজিত অরাজনৈতিক এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা প্রণব বসু। তারপরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেই প্রশাসন।

pranab basu | newsfront.co
প্রণব বসু। নিজস্ব চিত্র

মেদিনীপুর পুরসভার প্রশাসক মন্ডলীর পদ থেকে সরিয়ে দেওয়া হল তাকে৷ তার স্থানে খড়্গপুর গ্রামীণ এলাকার বিধায়ক দীনেন রায়কে দেওয়া হয় দায়িত্ব ৷ এরপরই কোন কারণে তাকে সরিয়ে দেওয়া হল তার উত্তর জানতে সরাসরি রাজ্যপ্রশাসনের বিরুদ্ধেই হাইকোর্টে পিটিশন করলেন প্রণব বসু৷

আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা

tmc leaders | newsfront.co
নিজস্ব চিত্র

প্রণব বসু দশ বছর ধরে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান হিসেবে ছিলেন ৷ পৌর বোর্ডের মেয়াদ শেষ হতে তিনিই আবার মহকুমা শাসকের সঙ্গে পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন রাজ্য সরকারের নির্দেশে৷ তবে বরাবরই তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী৷ শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝে মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর সাথে মঞ্চে উপস্থিত থাকতেই তার ওপরে শাস্তি নেমে আসে৷ বুধবার বিকালে মেদিনীপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খড়্গপুর গ্রামীণ এলাকার বিধায়ক দীনেন রায়। তবে তিনি মেদিনীপুর পুরসভা এলাকার বাসিন্দা নন।

আরও পড়ুনঃ রাজ্যপালের সম্মতিতে ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ আইনে রূপান্তর উত্তরপ্রদেশে

tmc leader | newsfront.co
দীনেন রায়। নিজস্ব চিত্র

প্রণব বসু বলেন,”আমি গত দশ বছর ধরে পুরপ্রধান হিসেবে কাজ করেছি৷ আমাকে নিয়ে দলের কিংবা পুরসভা এলাকার লোকজনের কোনো দিনই কোনো অভিযোগ ছিল না৷

আরও পড়ুনঃ মোদীর ভ্যাকসিন সফরে উচ্ছ্বসিত হর্ষবর্ধন বললেন ‘মেজর জেনারেল’

কিন্তু হঠাৎ করে আমাকে সরিয়ে পুরসভা এলাকার বাইরের বাসিন্দা বিধায়ক দীনেন রায়কে বসানো হল কেনো তার উত্তর পাইনি। তাই আমাকে অপসারণের প্রকৃত কারণ জানতে হাইকোর্টে পিটিশন করেছি ৷” এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতিকে জিজ্ঞাসা করা হলে তিনি তা এড়িয়ে গিয়েছেন ৷

তিনি বলেন “এটা প্রশাসনিক বিষয়, আমি রাজনৈতিক লোক প্রশাসনিক বিষয়ে মন্তব্য করাটা শোভা পায় না৷ তবে প্রশাসন ভুল করেনি, ঠিকই করছেন। কারণ প্রশাসন আলাদা করে তাদের ভাবনা অনুযায়ী চলে৷ আমি রাজনৈতিক কর্মী তাই প্রশাসনিক ব্যাপারে সাধারণত হস্তক্ষেপ করিনা৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here