ময়নাগুড়িতে তৃণমূল নেতা খুন, অভিযোগের তীর বিজেপির দিকে

0
57

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

ময়নাগুড়িতে তৃণমূল নেতা খুনের অভিযোগে উত্তাল এলাকা। অভিযোগের তীর বিজেপির দিকে । এদিনই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত অধিকারী। তার বাড়ি সাপটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় । তিনি ওই গ্রাম পঞ্চায়েতের জোন সভাপতি ছিলেন ।

dead | newsfront.co
প্রতীকী চিত্র

এলাকার বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের মহেন্দ্র রায় বলেন, রবিবার রাতে আমাদের এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় রঞ্জিত অধিকারী উপস্থিত ছিলেন । সে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাহিনী তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাঁকে ৷

আরও পড়ুনঃ আমগুড়ি বাজারে তালা ভেঙে দোকানে চুরি, চাঞ্চল্য

এই ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ।এই হামলার
পর ময়নাগুড়ি থানায় আসেন ধুপগুড়ির বিধায়ক মিতালী রায় , ময়নাগুড়ি 1 নম্বর ব্লক সভাপতি মনোজ রায়, 2 নম্বর ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া সহ অন্যান্যরা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, বিজেপি দল হিংসায় বিশ্বাসী না। এটা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের ফল ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here