নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বীরভূমের নানুরে মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থীকে কমিশন আধিকারিকদের সামনেই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মোর্চার। তাদের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নানুরে আগত্তর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বাম প্রার্থী শ্যামলী প্রধান।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য জুলি বিবির স্বামী স্থানীয় তৃণমূল নেতা নুরমান শেখ ও তাঁর দলবল শ্যামলীকে ঘিরে ফেলেন বলে অভিযোগ করেছেন প্রার্থী।এই হট্টগোলের মাঝে তৃণমূল নেতা নুরমান শেখ শ্যামলী প্রধানকে বলেন যে, পাঁচ বছর তাঁর দেখা মেলেনি ভোটের সময় ভোট চাইতে চলে গেছেন ইত্যাদি।
আরও পড়ুনঃ তিলজলায় আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বেআইনি অস্ত্র
আর তখনই তাকে বলতে শোনা যায় যে ওই গ্রামে কেউ সিপিএমকে ভোট দেবে না আর যদি কেউ দেয় তার হাত কেটে নেওয়া হবে।এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং স্বাভাবিকভাবেই তা নিয়ে ছড়িয়েছে প্রবল বিতর্ক। তৃণমূল নেতা নুরমান শেখের সমালোচনায় সরব হয়েছে সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584