নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভা ও ভগবানপুর ব্লকের যৌথ উদ্যোগে গোয়ালাপুকুরে কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী কৃষিবিল ও সারা রাজ্য জুড়ে বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের জনসভা শুরুর আগে সভাস্থল পরিদর্শন করে বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য ও ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দাস। উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লক তৃণমূল সভাপতি স্নেহাংশু পণ্ডিত, জেলা তৃণমূল সহ সভাপতি মদনমোহন পাত্র সহ একাধিক নেতৃত্ব। তবে তৃণমূলের সভায় হাজির ছিলেন না, শিশির অধিকারী।
আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বহাল থাকছে শুভেন্দুর সরকারি নিরাপত্তা
এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন,”একই দিনে অনেক সভা হচ্ছে তিনিও একটা মানুষ একটা মানুষের ক্ষেত্রে সমস্ত সভায় যোগদান করা সম্ভব নয়, সাংবাদিকরা টি আর পি বাড়ানোর জন্য যেমন খুশি ভিডিও করতে পারেন।” পাশাপাশি মঞ্চ থেকে তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন,”মুর্খগুলো জানেনা ওরা রামকে ভক্তির জন্য কাজে লাগায় না, ওরা রামকে কাজে লাগায় ইভিএম মেশিনে পদ্মফুলে চাষ করার জন্য।
এবার বুঝুন কারটা ভক্তি কারটা ফন্দী। দিলীপ বাবুর অনেক আশা, উনি আশা নিয়েই বাঁচবেন।” পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলেন, “শুভেন্দুবাবুর দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠেনা, উনি বিজেপিতে যাবেন কি যাবেন না তার ব্যক্তিগত ইচ্ছা। কে কোথায় অরাজনৈতিক সভা করছে তা বলতে পারব না, আমরা ঘাসের ওপর জোড়াফুল নিয়েই সভা করছি।
আরও পড়ুনঃ অনুকূল পুত্রের বাড়িতে কৈলাশ, জল্পনা
আরও পড়ুনঃ বেলদা স্টেশনে যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির ডেপুটেশন
খেজুরির পার্টি অফিস দখল সম্বন্ধে বলেন, দখলের খবরটা হয়েছে কিন্তু পুনরুদ্ধারের খবরটা জানেন না, রাতের অন্ধকারে চোরের মতো ঝাণ্ডা খুলে বিজেপির ঝাণ্ডা টাঙিয়ে দেওয়াকে দখলদারি বলে না। দিলীপ ঘোষ বাপের বেটা হলে বুক বাজিয়ে পার্টি অফিসের ভেতরে মোদীজির ছবি টাঙিয়ে দেখাক। তবে গোয়ালাপুকুরের সভাটা পাল্টা সভা নয়, আমাদের সভা হওয়ার কথা ছিল, তা জানতে পেরে আগেভাগে সভা করেছে বিজেপি।” অখিলবাবু বলেন, “কিছুদিন আগে দিলীপ ঘোষ এখানে এসে তৃণমূলের সম্বন্ধে অপপ্রচার করে গিয়েছে।
তার বিরুদ্ধে প্রতিবাদ সভা আজ।” সুপ্রকাশ গিরি বলেন, “শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ ছেড়েছেন কিন্তু দলের গুরুত্বপূর্ণ পদ কোর কমিটির মেম্বার রয়েছেন। সেকারণে তিনি দলের মেম্বার হিসেবে এখনও জনপ্রিয়।” খেজুরির পার্টি অফিস দখল সম্বন্ধে বলেন কোথায় দখল, কোনো দখল হয়নি, রাতের অন্ধকারে পতাকা খুলে বিজেপির ঝাণ্ডা টাঙিয়ে দেওয়াকে দখলদারি বলে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584