হাতির আক্রমণে আহত তৃণমূল নেতা

0
86

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

tmc leaders injured by elephant attack
নিজস্ব চিত্র

হাতির হানায় চন্দ্রকোনায় শস্যের ক্ষতি তো হচ্ছিলই, এবার হাতির হানায় জখম হলেন এক ব্যাক্তি । মঙ্গলবার আত্মীয় বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে জঙ্গলে হাতির আক্রমনে গুরুতর আহত হলেন অসীত চৌধুরী নামের বছর ৫৫ এর এক ব্যক্তি। হাতির আক্রমনে ওই ব্যক্তির দুটি পা ভেঙ্গেছে বলে জানা যায়।

স্থানীয়রা উদ্ধার করে জখম অসীত চৌধুরীকে তড়িঘড়ি কলকাতা স্থানান্তরিত করে। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কেশেডাল থেকে বাইকে করে আত্মীয় বাড়ি থেকে অসিত বাবু গড়বেতার আমশোল গ্রামে ফিরছিলেন সন্ধে নাগাদ।

আরও পড়ুনঃ বুনো হাতির আক্রমণে আহত এক মহিলা

বাড়ি ফেরার পথেই দুদিকেই খামারখালি ঘন জঙ্গল। বাড়ি থেকে প্রায় এক কিমি দুরে আমশোল এলাকায় একটি দলছুট হাতি জঙ্গল থেকে আচমকাই রাস্তায় উঠে পড়ে।

হাতির আক্রমনে বাইকের নিচে পড়ে গেলে পায়ে করে আঘাত করে হাতিটি। ভাগ্যক্রমে রাস্তার সামনে একটি গাড়ি চলে এলে গাড়ির লাইট দেখে পালায় হাতিটি। ঘটনায় গুরতর চোট পান অসীত চৌধুরী।

জানা যায় অসীত চৌধুরী গড়বেতা ৩ নং ব্লকের আমশোল ৩ নং অঞ্চলের তৃনমুলের কার্যকরী সভাপতি। উল্লেখ্য,গত কয়েকদিন ধরে ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে ৪০-৪৫ টি হাতির পাল তান্ডব চালাচ্ছে। সম্ভবত ওই পাল থেকেই একটি হাতি দলছুট হয়ে পাশের জঙ্গলে চলে যায়। এবিষয়ে বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here