Cyber Crime: পুলিশ কর্তার মেয়ের ছবিসহ ইন্টারনেটে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে বারাসত থেকে গ্রেপ্তার অর্কদীপ কুন্ডু। তাঁর বাবা দীপক কুণ্ডু উত্তরপাড়া-কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর।

Arkadeep Kundu
অর্কদীপ কুন্ডু। ছবি: সংগৃহীত

ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের মেয়ের মোবাইল নম্বর এবং ছবি ব্যবহার করে নেটমাধ্যমে অর্কদীপ আপত্তিকর পোস্ট করে বলে অভিযোগ। তারপর থেকে এই রাজ্য তো বটেই, ভিন্‌রাজ্য, এমনকি অন্য দেশের নম্বর থেকেও ফোন করে বিরক্ত করা হয় ওই তরুণীকে।

তরুণীর দাবি, ফোন করে এবং মেসেজ পাঠিয়ে তাঁকে কুরুচিকর মন্তব্যও করা হয়। গত ১২ জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার প্রায় এক মাসের মাথায় শনিবার রাতে বারাসতের নবপল্লির একটি আবাসনে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ এবং বারাসত থানার পুলিশ যৌথ ভাবে হানা দিয়ে গ্রেপ্তার করে অর্কদীপকে।

আরও পড়ুনঃ “ভোটে জেতা আর দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা দুটো এক নয়”, অমর্ত্য সেনের মন্তব্যের নিশানায় কি বিজেপি?

জানা গিয়েছে ওই আবাসনেই অর্কদীপ আত্মগোপন করেছিলেন। সূত্রের খবর, অর্কদীপের বাবা তৃণমূলের নেতা হওয়ায় প্রথমে পুলিশ ব্যবস্থা নিতে টালবাহানা করে।

আরও পড়ুনঃ গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ আলাদা, ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রাচীর

সাইবার আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, সাইবার অপরাধ ক্রমশ বাড়ছে। এই ধরণের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রে সফট টার্গেট হন মহিলারা। এই দিকে পুলিশের আরো নজর দেওয়া প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্কদীপ ওই তরুণীর কলেজের সূত্রে পূর্ব পরিচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here