নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে নাজেহাল দেশবাসী। লকডাউনের কারণে কর্মসংস্থানগুলো দীর্ঘদিন বন্ধ। ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু মানুষ। এহেন কঠিন সময়ে লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে এমন অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল তৃণমূল। মঙ্গলবার দফায় দফায় টুইট করতে থাকে তৃণমূল নেতৃত্ব।
টুইটারে ‘মোদীবাবু পেট্রল বেকাবু’-এই হ্যাশট্যাগকে ট্রেন্ড করানোর চেষ্টা হল। দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “কোভিড-১৯-এর কারণে মানুষ যখন প্রবল আর্থিক সঙ্কটে, তখন করের পরিমাণ বেনজির ভাবে বাড়িয়ে অশোধিত তেলের দাম কমে যাওয়ার সুবিধা ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদীজি। এবার যখন তেলের দাম বাড়ল, দুর্ভাগ্যজনকভাবে তার কষ্টটাও মানুষের দিকে ঠেলে দিলেন।”
While people are facing severe economic distress during #COVID19, @narendramodi Ji decided to snatch the benefit of low crude oil prices by imposing record duty hikes. However, when it's rising again, he passes on the hardship to common man. Disgraceful! #ModiBabuPetrolBekabu pic.twitter.com/5ugK9Qslt4
— Abhishek Banerjee (@abhishekaitc) June 23, 2020
মার্চ থেকে জুন মাস পর্যন্ত একনাগাড়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রলের দাম পৌঁছেছে লিটার প্রতি ৮১ টাকা ২৭ পয়সায়। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৪ টাকা ১৪ পয়সা। তার মধ্যে পেট্রলের উপর কেন্দ্রের চাপানো শুল্ক ৬৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডিজেলের ক্ষেত্রে বেড়েছে ১০১ শতাংশ। এই পরিস্থিতিতেই বিরোধী তৃণমূলের সমাচলোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
Fuel prices hiked for 17 consecutive days.
#ModiBabuPetrolBekabu https://t.co/BMSN01HGZn— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) June 23, 2020
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ‘মোদীবাবু পেট্রল বেকাবু’ হ্যাশটাগে টুইট করলেন ডেরেক ও’ব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী-সহ সামনের সারির তৃণমূল নেতারা।
আরও পড়ুনঃ পতঞ্জলির ওষুধে ৭ দিনেই বিদায় নেবে করোনা, দাবি রামদেবের
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “নরেন্দ্র মোদী আবারও তাঁর প্রিয় দেশবাসীকে একটা বিপর্যয়ের সামনে এনে দাঁড় করালেন। ২০১৪ থেকে পেট্রল ও ডিজেলের মূল্য যথাক্রমে ২৪৭ শতাংশ ও ৭৯৪ শতাংশ বেড়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এসবকে গুরুত্ব দেন না।”
And yet again, @narendramodi ji unleashes a new planned disaster on his dear countrymen. Since 2014, the duties on petrol & diesel have seen a rise of nearly 247.89% & 794.10% respectively. Yes, you read that right and no, @narendramodi Ji does not care#ModiBabuPetrolBekabu pic.twitter.com/4Y3FOmARE6
— Partha Chatterjee (@itspcofficial) June 23, 2020
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “কোভিড সংকটে ব্যর্থ সরকার, চিন নিয়ে অবস্থান, জ্বালানির মূল্যবৃদ্ধি- সব কিছুতেই মোদীজি একেবারে ‘রেডিও সাইলেন্স’ হয়ে গেলেন। এই যদি তাঁর মানুষের খেয়াল রাখা হয়, তবে তা আমাদের কাছে খুব ভয়ের।”
আরও পড়ুনঃ অগ্নিমূল্য,টানা ১৭ দিন ধরে পেট্রোল-ডিজেল দাম বেড়েই চলছে
মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও একই সুরে আক্রমণ করে বলেছেন, “করোনার পর আরও একবার জ্বালানির মূল্য বাড়িয়ে মানুষের শান্তি ছিনিয়ে নিল কেন্দ্রের সরকার।” করোনা মোকাবিলা এবং ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার ত্রাণ ও পুনর্গঠনে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল তথা রাজ্য সরকারকে রোজ আক্রমণ করছে বিজেপি।
তাই এবার অভিষেকের টুইট এবং তার পরে রাজ্যের সামনের সারির মন্ত্রী ও সাংসদদের পর পর টুইটে স্পষ্ট যে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র তথা বিজেপি-কে কোণঠাসা করার সুযোগ তৃণমূলও হাতছাড়া করতে চাইছে না। এইভাবে যদি লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি চলতে থাকে, তাহলে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের জোট আরও মজবুত হবে। এমটাই আশা করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584