নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল মেদিনীপুর কলেজ মাঠে সভা ছিল তৃণমুল কংগ্রেসের। নেতৃত্বরা দাবী করেন দুই লক্ষ মানুষ এসেছিল সমাবেশে। বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,শুভেন্দু অধিকারী,পার্থ চট্টোপাধ্যায়,ফিরহাদ হাকিমসহ এক ঝাঁক হেভিওয়েট নেতৃত্বরা। নিজেদের দলের নেতৃত্বের বক্তব্য শুনতে কাতারে কাতারে মানুষ আসেন। উল্লেখ্য গত ১৬ জুলাই এই কলেজ মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী।শামিয়ানা ভেঙে বিপত্তি ঘটে সভায়। কলেজ মাঠে দীর্ঘদিন পড়ে থাকে প্যান্ডেল। ভারী বৃষ্টির জেরে মাঠে জল জমে কাদা হয়। খেলার মাঠ তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। আর ১৬ জুলাই এর পর ২৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সভা হয়। দলীয় নেতৃত্বের মাথা ব্যাথার কারন হয় বৃষ্টিপাত। সারা মাঠ বালি ঢেলে কাদা দুর করা হয়। দলের তরফে সভার আগেই বলা হয়েছিল সভা শেষের পরেই মাঠ পরিষ্কার করা হবে।
আর তাই সভার পরের দিন আজ দুপুর থেকে কলেজ মাঠে আসেন তৃণমূল নেতা রমা প্রসাদ গিরী ও তার সহকর্মীরা। হাতে ঝাঁটা ধরে নিজেই মাঠ পরিষ্কার করতে থাকেন রমাবাবু। তার সাথে সহকারীরাও হাত লাগান এবং মাঠে পড়ে থাকা প্লাস্টিক, জুতো সহ নোংরা সামগ্রী সরিয়ে মাঠকে পরিষ্কার করতে থাকেন। আগামীকালের মধ্যে কলেজ মাঠ তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে জানান রমা প্রসাদ গিরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584