মনিরুল হক, কোচবিহারঃ
মদের কার্টুন মজুদ থাকার কথা জেনে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে ডাকাতি করল একদল দুষ্কৃতী। রীতিমত পিকাপ ভ্যান নিয়ে এসে ৩৮ কার্টুন মদ, বিয়ার বোঝাই ফ্রিজ সহ নগদ টাকা, সোনার অলংকার চেয়ার তুলে নিয়ে যায় ডাকাত দল।
গতকাল রাতে দিনহাটা থানার গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঙাপানি হাইস্কুল সংলগ্ন ওই তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আজ সকালে খবর পেয়ে দিনহাটার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়।
জানা গিয়েছে, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার নাম নিমি রায় বসুনিয়া। তার স্বামীর নাম রাজকান্ত বর্মণ। কাপড়ের ব্যবসায়ী রাজকান্ত বাবুর এক পরিচিত গত বছর মদের লাইসেন্স পান। তিনি সেই সময় ওই মদ তুলে রাজকান্ত বাবুর বাড়িতে মজুত করেন।
আরও পড়ুনঃ ফেসবুকে দেখে সুদুর জামবনীতে ত্রাণ পৌঁছে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র
কিন্তু কিছুদিনের মধ্যে লাইসেন্স বাতিল হয়ে গেলে মদ গুলো আর বিক্রি করা হয়নি। সেই মদের খবর পেয়েই ডাকাত দল তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার বাড়িতে হানা দেয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
আর সেই কারনেই পিকাপ ভ্যান নিয়ে এসে কার্টুন ভর্তি মদ তুলে, বিয়ারের বোতল সহ ফ্রিজ, লক্ষাধিক টাকা, গলার চেন এমনকি চেয়ার পর্যন্ত নিয়ে চলে যায়। যাওয়ার সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সকলকে খুটির সাথে বেঁধে রেখে চলে যায়।
এবিষয়ে দিনহাটা থানার আই সি সঞ্জয় দত্ত বলেন, খবর পেয়েই পুলিশ সেখানে গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ওই এলাকার তৃনমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, মদ মিলছে না বলে মাতালদের কেউ কেউ ওই ডাকাতি করেছে বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুব দ্রুত ধরা পড়বে বলে আশা করি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584