‘দেশবাসী কোভিডে মারা যাচ্ছে কিন্তু জাহাপনার লজ্জা নেই’, মোদীকে কটাক্ষ সায়নীর

0
108

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দেশে অমিল কোভিড ভ্যাকসিন, অক্সিজেনের জন্য হাহাকার, হাসপাতালে বেড নেই আর মোদীর অগ্রাধিকার তাঁর ‘স্বপ্নের প্রাসাদ’! সারা দেশজুড়ে বিপর্যস্ত মানুষ। গণ-মৃতদেহ দাহ করা হচ্ছে, এমন পরিস্থিতি কোনদিনই দেখেনি ভারতবাসী।

sayani and pm modi | newsfront.co
কোলাজ চিত্র

দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগে আন্তর্জাতিক মহলও । কিন্তু অতিমারির এমন চরম পরিস্থিতিতেও কিন্তু বন্ধ হয়নি মোদীর নয়া বাসভবন নিমার্ণের কাজ । উল্টে সেই কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট’ প্রকল্পের অন্তর্গত এই কর্মসূচিকে ‘অত্যাবশকীয় পরিষেবা’র অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষত দেশের রাজধানী যেখানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের এমন ‘অমানবিক’ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নানা মহলে। এবার সেই নিয়েই মোদীকে ‘জাহাপনা’ সম্বোধন করে আক্রমণ করলেন তৃণমূলের তারকা সদস্য সায়নী ঘোষ।

আরও পড়ুনঃ লোকাল ট্রেনের পর এবার বন্ধ কলকাতা-লালগোলা ‘ধন ধান্যে এক্সপ্রেস’

দিল্লিতে হাজার দৌড়োদৌড়ি করেও অক্সিজেন জোগাড় করতে পারছেন না কোভিড রোগীর আত্মীয়রা। অক্সিজেন জোগাতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার, হাসপাতালগুলিকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে অক্সিজেনের জন্য। সৎকার কর্মীরা বলছেন, “আর দিন দুই পরে রাস্তায় কোভিড রোগীর মৃতদেহ পড়ে থাকলেও পোড়ানোর লোক অবশিষ্ট থাকবে না হয়তো।”

সেই পরিস্থিতিতে মোদীর ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রজেক্ট নিয়ে মাতামাতি যে ন্যক্কারজনক, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্তরে প্রশ্ন ওঠা কিংবা সমালোচনার শিকার হওয়া খুবই স্বাভাবিক ! প্রধানমন্ত্রীর এই ড্রিম প্রজেক্ট ‘সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট’ প্রসঙ্গে এবার রীতিমতো কড়া ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন সায়নী।

সায়নীর মন্তব্য, “দেশ জ্বলছে, কিন্তু জাহাপনা জাহাপনাতেই রয়েছেন! দেশবাসী যখন কোভিডে মরছে। তখন ওঁদের লজ্জায় মরে যাওয়া উচিত।” সায়নী চিরকালই স্পষ্টবক্তা, আসানসোল দক্ষিণে সামান্য ভোটে হারলেও সায়নীর লড়াকু স্পিরিট একই রকম রয়েছে। এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তাঁর স্বপ্নের বাসভবন গড়া নিয়ে।

আরও পড়ুনঃ টানা চারদিন ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম

উল্লেখ্য, কোভিড -এর ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নরেন্দ্র মোদী সরকার রাজধানী দিল্লিকে ঢেলে সাজানোর ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের কাজ থেকে সরেনি। বিরোধীদের দাবি ছিল, ২০ হাজার কোটি টাকার এই প্রকল্প স্থগিত রেখে সেই টাকা এই মুহূর্তে স্বাস্থ্যখাতে কিংবা দেশের মানুষকে প্রতিষেধক দিতে খরচ হোক। মোদী সরকার তাতে নারাজ। উল্টে এই প্রকল্পের কাজকে ‘অত্যাবশ্যক প্রকল্পে’র তকমা দিয়েছে সরকার। সেই প্রসঙ্গেই নাম না করে মোদীকে নির্লজ্জ বলে আখ্যা দিলেন সায়নী ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here