মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিসে। ওই ঘটনার জেরে আজ ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান এবং দোষীদের গ্রেফতারের দাবি করেন।এই বিষয়ে কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে কে বা কারা ওই দলীয় কার্যালয় ভাঙচুর করে তা জানা নেই। তবে পার্টি অফিস ভাঙচুর করার একটা শব্দ পেয়ে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসতে আসতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক আসে।তারপর সেখানে বিক্ষোভ দেখায় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানায়।
এদিন এবিষয়ে সদ্য তৃণমূলে আসা নেতা শৈলন্দ্র প্রসাদ সাউ বলেন, “আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর এখানে বিজেপির কর্মীরা নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলেছে।এই কারণে রাতের অন্ধকারে পার্টি অফিস দখল করতে না পেরে ভাঙচুর করেছে। আমরা থানায় অভিযোগ করেছি, যারা যুক্ত তারা যত বড় মানুষ হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ কান্দিতে বাম-কংগ্রেসের যৌথ মিছিল
যদিও এই বিষয়ে স্থানীয় এক বিজেপি নেতা জানান, “বিজেপি এই ধরনের কোন কাজ করে না। কোচবিহার জেলায় তৃণমূলের নেতাদের মধ্যে যা শুরু হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো তার জেরে কেউ ভেঙেছে। তবে হলফ করে বলতে পাড়ি এর সাথে বিজেপির কোন যোগসাজশ নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584