তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

0
95

মনিরুল হক, কোচবিহারঃ

তৃণমূল কংগ্রেসের মিছিল করে বাড়ি ফেরার পথে ৩ দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ২নং গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চন্ডীপাঠ এলাকায়। ওই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী আহত হয়েছে।

man | newsfront.co
নিজস্ব চিত্র

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত ওই তিনজনের নাম জমসের আলি ব্যাপারি, ইয়াসিন আলি ব্যাপারি ও মহম্মদ আলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

person | newsfront.co
আক্রান্ত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র

তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।আক্রান্ত ব্যক্তি মহম্মদ আলির অভিযোগ, “আমরা আজ তৃণমূলের মিছিলে গিয়েছিলাম। মিছিল থেকে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের মাঝ রাস্তায় আটক করে মারধর করে।

old man | newsfront.co
নিজস্ব চিত্র

দুজনের মাথা ফাটিয়ে দেয় এবং আমার দাদার কাছে ৫০ হাজার টাকা ছিল সেটা দুষ্কৃতীরা মারধর করে ছিনিয়ে নেয়। তারপর স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে আমাদের।”যদিও তাদের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি স্থানীয় নেতৃত্বরা।

আরও পড়ুনঃ আসামি ছাড়াতে থানায় হামলা,শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ বিধানসভার সংযোজক উৎপল দাস জানান, “তৃণমূলের নিজেদের মধ্যেই তুফানগঞ্জ ১ ও ২ নম্বর ব্লকে গোষ্ঠী কোন্দল চলছে। সেই কারণে একে অপরের গোষ্ঠীকে ফাঁকা জায়গায় পেয়ে মারধর করে। এখানে বিজেপির কোন হাত নেই। আর বিজেপি এধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here