নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার রাণীনগর ১ নং ব্লকের ইসলামপুর চকের তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের ৮ জন মেম্বার।
আজ রাণীনগর ১ নং ব্লকের বিডিও ও ডোমকল এসডিও অফিসে এসডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৮ তৃণমূল কংগ্রেসের মেম্বাররা। তাদের সাক্ষর সহ একটি অভিযোগ পত্রও জমা দেওয়া হয়।
তদের দাবি, পঞ্চায়েতের কোনো কাজে মেম্বারদেরকে না জানিয়ে প্রধান তার ইচ্ছা মত কাজ করছেন ও পঞ্চায়েতের অর্থ ব্যক্তিগত ভাবে খরচ করছেন।
আরও পড়ুনঃ ফের নন্দীগ্রামে শুভেন্দু! শ্যামা মায়ের পুজো উদ্বোধন পরিবহণ মন্ত্রীর
গত ১০ মাস থেকে পঞ্চায়েত কোনো সভায় তাদের সরকারি নিয়মে নোটিশ করেনি। পঞ্চায়েতের সমস্ত ফান্ডের টাকা অবৈধ ভাবে খরচ করা হচ্ছে, সাথে সাথে তছরুপের অভিযোগও তোলেন এদিন তারা। সমস্ত বিষয়ের তদন্ত ও স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বিডিও এবং এসডিও-র দারস্থ হয়েছেন বলে জানান তারা।
মূলত এই জেলায় একের পর এক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে তৃণমূল কংগ্রেসের।আজ আবারও ডোমকল মহকুমার ইসলামপুর থানার পঞ্চায়েতে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584