নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
জেলার অলিন্দে এখন শুধুই বোম ,বন্দুক ও একে অপরকে দোষারোপের পালা। যা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত হচ্ছে।
বুধবার বিকেলে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বিজেপির বিভেদ,মিথ্যাচার ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ সহ কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন বাতিলের দাবিতে এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে কয়েক হাজার মানুষের মহামিছিল পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে পথসভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাঁথি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি। সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,নন্দ মিশ্র প্রমুখ।
আরও পড়ুনঃ সাংবাদিককে চড় মারার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্যদের
সভার শুরুতেই নবনিযুক্ত জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুপ্রকাশ গিরি কে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি তাঁর বক্তব্যে বিজেপির বিভেদ ও মেরুকরণের রাজনীতির নামে মিথ্যাচার ও হিংসার রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।
তিনি আরো বলেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী কাঁথির নেতারা গণতন্ত্র কে ধ্বংস করে ও দুর্নীতির চরম শিখরে পৌঁছে এখন সাধু সাজার চেষ্টা করছেন। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন, “কাঁথি জেলা গঠন,মেডিকেল কলেজ স্থাপন, মহিলা কলেজ,আইন কলেজ,দেশপ্রাণ মহাবিদ্যালয়, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, আসিইউ ইউনিট,অডিটোরিয়াম সব কিছু স্থাপনের উদ্যোগ নেন মমতা,তার ক্ষমতা ভোগ করেন মন্ত্রী ও সান্ত্রীরা। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584