উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূল নেতাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়া। বি গার্ডেন এলাকায় ৪টি বাস ও বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল। আগুন লাগিয়ে দেওয়া হল বাইক, স্থানীয় একটি আবাসনের ঘরেও! পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ এলাকার মানুষজন।
জানা গেছে,তৃণমূল নেতার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে চত্বরে জড়ো হন তাঁর অনুগামীরা। তাঁদের হাতে বাঁশ ও লাঠি ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকায় শুরু হয়ে যায় তাণ্ডব।
আরও পড়ুনঃ হাওড়ার শালিমারে খুন তৃণমূলের যুব সভাপতি, জখম এক
অভিযোগ, বি গার্ডেনে এলাকায় চারটি বাসকে থামিয়ে নির্বিচারে চলে ভাঙচুর। ভাঙচুর চলে আশেপাশে ৮টি দোকানে। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ। হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল হাওড়া সদরের সভাপতি, মন্ত্রী অরূপ রায়।
তিনি বলেন, ‘ধর্মেন্দ্র সিং-র মাথায় গুলি লেগেছিল। পুলিশকে তদন্ত করতে বলেছি।’ এই খুন কি রাজনৈতিক? সরাসরি কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী। বলেন, ‘কোনও ষড়যন্ত্র আছে, সেটা বোঝা যাচ্ছে না। তবে না জেনে কোনও মন্তব্য করব না। আগে জানি, তারপর বলব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584