ভেটাগুড়িতে সন্ত্রাসের প্রতিবাদে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

0
100

মনিরুল হক, কোচবিহারঃ

dinhata police station | newsfront.co
নিজস্ব চিত্র

ভেটাগুড়ি সহ দিনহাটা থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে যে ভাবে সন্ত্রাস ছড়াচ্ছে তাতে পুলিশ নিষ্ক্রিয়। এমনটাই অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ দিনহাটা থানার মূল গেটের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসে।

villagers | newsfront.co
অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

এই অবস্থান বিক্ষোভে বিশু ধর, জয়দীপ ঘোষ, গৌরীশংকর মাহেশ্বরী, আনন্দ বর্মন, বিশ্বনাথ দে প্রমুখ নেতৃত্বের উপস্থিতি দেখা যায়। অবস্থান-বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুনঃ শক্তি প্রদর্শন বামেদের, বালুরঘাটে জেলা শাসক দফতরের সামনে সভা নেতৃত্বের

এবিষয়ে তৃণমূল নেতা জয় ঘোষ জানান, দিনহাটা থানায় যে সকল পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন তাঁরা সবাই নিষ্ক্রিয় রয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির গুন্ডাবাহিনী প্রতিদিনই তাদের দলের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। কিন্তু থানায় অভিযোগ করলেও কোন রকম সুরাহা মেলেনি বলে তাঁর অভিযোগ।

পাশাপাশি, তিনি আরও বলেন, ভেটাগুড়িতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁদেরও গ্রেফতার করছে না পুলিশ। তাঁর অভিযোগ, হয়তোবা পুলিশ নিশীথ প্রামানিকের লক্ষ লক্ষ টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here