নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ ব্লকের পশ্চিম মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়িতে তৃণমূলের গুন্ডাবাহিনীরা এসে তান্ডব চালায় বলে অভিযোগ, এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন বাধা দিয়ে প্রতিবাদ করতে গেলে বিজেপির সক্রিয় কার্যকর্তা ও বিজেপির অনুকূল দাস নামে এক বিজেপি কর্মীর মাথায় রড মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠল তৃণমূলর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ বিরোধী দলের কাউকে না জানিয়ে খেজুরির লাক্ষী অঞ্চলে শাসকদলের বেশ কয়েকজন ব্যক্তি গোপনে অঞ্চল অফিসের ছাদে সংসদ সভা ডেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজেরাই আলোচনা করতে থাকে বলে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের, তা বিজেপির অনুকূল দাস জানতে পেরে অঞ্চল অফিসে গিয়ে বাধা দিয়ে প্রতিবাদ জানালে তৃণমূলের তিরিশ থেকে চল্লিশ জন রড বাঁশ নিয়ে তাঁর ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করতে থাকে, তাঁকে বাঁচাতে দুএকজন ছুটে এলে তাঁদেরও ব্যাপক মারধর করে ৷
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডিএম কে ডেপুটেশন
তপন বর নামে এক ব্যক্তির পা ভেঙে দেওয়া ,এবং অনুকূল দাসের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনে বিজেপি। যাঁর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় আহত তপন বর ও অনুকুল দাস নামে বিজেপি কার্যকর্তাকে প্রথমে হেঁড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে তাঁদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584