নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের ও রামনগর থানার দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হন।জানাগেছে, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপি দলীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন, আরও জানা যায় কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল হচ্ছিল, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডিএম কে ডেপুটেশন
অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল আচমকা আমাদের ওপর হামলা চালায়, পুলিশ চাটুকার মতো নীরব দর্শক হয়ে দেখছে। আমরা হিসাব এবার বুঝে নেব হার্মাদদের তুলে এনে।”জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
আরও পড়ুনঃ চৌপথিতে চায়ে চুমুক দিয়ে জনসভা সারলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী
এ বিষয়ে জেলা তৃণমূল ও জেলা পরিষদের সদস্য উত্তম বারিক রামনগরের ঘটনা অস্বীকার করে বলেন , “কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দেওয়ার জন্য রামনগর থেকে কিছু গাড়ি আসছিল, বিভিন্ন জায়গা থেকেই আসছিল কাঁথির উদ্দেশ্যে, কাঁথিগামী তৃণমূল কর্মীদের ওপরই আক্রমণ করা হয়।
তাঁরা মিথ্যে প্রচার করে বলছে তৃণমূল আক্রমণ করছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় ৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584