মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের এক মহিলা প্রধানের উপরে হামলার অভিযোগ উঠল দলেরই কয়েকজন কর্মীর বিরুদ্ধে। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ওই হামলার ঘটনা ঘটে। ভেঙে দেওয়া হয় প্রধান আলোয়ানা ইয়াসমিনের গাড়িটিকেও। আহত হন প্রধান নিজেও। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিন পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোয়ানা ইয়াসমিন জানান, এলাকায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরে আসছেন। এছাড়াও স্থানীয় দুঃস্থ অসহায় মানুষ রয়েছেন এলাকায়। তাদের ত্রাণ, একশো দিনের কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের জন্য গ্রাম পঞ্চায়েত দফতরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তার নিজের বুথে যাওয়ার কথা ছিল।
আরও পড়ুনঃ মরনাপন্ন সন্তানকে শেষ দেখার আর্তি! পিতার কান্না সরকারি ব্যর্থতার মূর্ত প্রতীকের দলিল
কিন্তু আচমকাই জাহাঙ্গীর নামে এক যুবক দলবল নিয়ে এসে তার গাড়ির উপড়ে হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির ভাঙা কাঁচের আঘাতে তার বেশ কয়েক জায়গায় কেটে যায়। তবে আঘাত গুরুতর না হওয়ায় এখনও তিনি ঘটনাস্থলেই আছেন বলে জানিয়েছেন।
প্রধান বলেন, “জাহাঙ্গীর এক সময় ফরওয়ার্ড ব্লক করতেন। তারপর বিজেপিতে যোগ দেন। সম্প্রতি তিনি তৃণমূল বলে পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ওই জাহাঙ্গীরই আজ আরও কয়েকজনকে সাথে নিয়ে এসে গাড়ির উপড়ে হামলা চালায়।” তবে এনিয়ে অভিযুক্ত যুবকের কোন বক্তব্য পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584