নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ইঁট দিয়ে মাথা থেঁতলে হত্যা করার অভিযোগ, কোনোক্রমে প্রাণে বাঁচল বিজেপি যুব মোর্চার কার্যকর্তা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায়।
গ্রামের স্কুল শিক্ষক “সত্যরঞ্জন জানা” পারিবারিক সমস্যা সমাধানের জন্য এক আলোচনা বৈঠকের প্রস্তুতি করেছিলেন। ঘটনায় ইচ্ছাকৃত ভাবে জড়িয়ে পড়ে তৃণমূলের গ্রাম সদস্য বিশ্বজিৎ জানা এবং তৃণমূলের ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র। বিজেপির অভিযোগ, আলোচনা সভার মাঝেই গুন্ডামি করতে শুরু করে তৃণমূলের ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে পাথর বোঝাই ট্রাক আটক, গ্রেফতার ১

আরও পড়ুনঃ মহামারির ধাক্কায় অন্য পেশার সন্ধানে সোনাগাছির যৌনকর্মীরা
এবং সে তার দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে বৈঠকে উপস্থিত থাকা বিজেপি কার্যকর্তাদের উপর। যেহেতু পারিবারিক সমস্যা সমাধানের বৈঠক ছিল, সেকারণে ৬ থেকে ৭ জন বিজেপি কার্যকর্তা ঐ বৈঠকে উপস্থিত হয়। পরিবর্তে তৃণমূলের ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং গ্রাম সদস্য তাদের হার্মাদ বাহিনীর দ্বারা বিজেপি কার্যকর্তাদের হত্যা করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন।
ইঁট দিয়ে বাপি পয়ড়্যা নামে বিজেপির যুবমোর্চার কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, বাপি পয়ড়্যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, পাশাপাশি বাকি বিজেপির ৪ জনও তৃণমূলের হাতে প্রহৃত হয় বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584