অমৃতা চন্দ, কোচবিহারঃ
বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাত নয়টা নাগাদ দিনহাটা ১ ব্লকের লক্ষ্মীবাজার এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ পক্ষ থেকে অবশ্য ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মন জানান, এদিন এলাকায় অটলবিহারী বাজপেয়ির জন্মদিন পালন করতে দেওয়া হয়নি তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ দিনহাটায় পেশাগত দাবিতে অবস্থান বিক্ষোভ সাফাইকর্মীদের
রাতে এলাকায় বাইক মিছিলের নামে দলের কর্মী-সমর্থকদের দোকান ভাঙচুর করা হয়। গোটা ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির এই নেতা।
অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা নুর আলম হোসেন বলেন, এই ঘটনা বিজেপি অভ্যন্তরীণ কোন্দলের জের। এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই।
পুলিশ সূত্রে জানা গেছে ভাঙচুরের ঘটনা নিয়ে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ ঘটনার দিকে নজর রেখেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584