নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী তথা কেশপুরে সিপিএমের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের নেতা চিত্ত দোলই। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার কলাগ্রাম অঞ্চলের কানপুর সংসদে। মৃত্যুর আগে রেখে গেলেন ছয় পুত্র ও দুই মেয়েকে।
শুক্রবার দুপুর বেলা এক টার সময় বার্ধক্যজনিত কারণে চিত্ত দোলই প্রয়াত হয়েছেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চিত্ত দোলই প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না সিপিএম কে উৎখাত করতে না পারি ততদিন আমি মাথার চুল কাটবো না। সেই প্ৰতিশ্রুতি মতো প্রয়াত চিত্ত দোলই ২০১১সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর মাথার চুল কেটেছিলেন।
আরও পড়ুনঃ আইন বাতিল হলে তবেই ঘরে ফিরবেন! ব্যর্থ বৈঠকের পর কেন্দ্রকে সাফ জানালেন কৃষকরা
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠী সহ দলীয় নেতৃত্ব। তার বাড়িতে গিয়ে মরদেহে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান কলাগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম সরকার, ১১ নম্বর তৃণমূল কংগ্রেসের কলাগ্রাম অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ অন্যান্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584