নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পর পর পঞ্চায়েতের ৬টি মিটিংয়ে অনুপস্থিত থাকায় তার পদত্যাগ এবং সেই জায়গাতে পুনরায় নির্বাচনের দাবি জানালো তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ প্রধান ননী গোপাল মন্ডলের বিরুদ্ধে এই দাবিতে সরব হয়েছে বরুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মহম্মদ খাবির জানান, ১৯৯৩ র পঞ্চায়েতের আইন অনুসারে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপ প্রধান পরপর তিনটি মিটিংয়ে উপস্থিত না হলে এবং যথার্থ কারণ না জানালে তার সদস্য পদ বহিষ্কার হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি পরিচালিত বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ননীগোপাল মন্ডল পরপর ৬টি মিটিংয়ে অনুপস্থিত হয়েছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে খালি সেফটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু দুই যুবকের
তাই তার সদস্য পদ খারিজ করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে ব্লক অফিস ও জেলা প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উপ প্রধান এলাকার এক মহিলাকে সালিশি সভায় চোর অপবাদ দেন এবং অর্থ জরিমানা করেন। সেই কারণে ওই মহিলা আত্মহত্যা করেন। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে উপ প্রধান বেশ কিছুদিন জেলে ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584