নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
উত্তর মালদহে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। ফের চাঁচল বিধানসভায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন শতাধিক সংখ্যালঘু এমনটাই দাবি করেছে চাঁচলের বিজেপি মহল।
দলীয় সূত্রের খবর, বুধবার রাতে চাঁচল ১ নং ব্লকের ভেবা গ্রামে বিজেপির একটি দলীয় কর্মীসভায় ১১ নং জেলাপরিষদ সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুমের হাত ধরে শতাধিক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করেছেন। যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন মালদহ জেলা বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম। তার বক্তব্য, মানুষ ভুল বুঝতে পেরেছেন, তাই বিজেপিতে যোগদান করছেন। সপ্তাহ খানেক আগেও পাঁচ শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছেন, বলে তার দাবি।
আরও পড়ুনঃ অপসারনের পর দলবদলের আভাস প্রদীপের
যদিও এই যোগদান নিয়ে চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সচীনানন্দ চক্রবর্তী জানিয়েছেন, “ইতিমধ্যেই ওই এলাকার অঞ্চল সভাপতির সাথে যোগাযোগ করা হয়েছে। যোগদানের গল্পটি পুরোপুরি মিথ্যা। দুয়েকজনকে যোগ করিয়ে শতাধিক দাবি করছে বিজেপি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584