মোহনা বিশ্বাস, কলকাতাঃ
এবার স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিরোধী দলনেতাকে নোটিস পাঠালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় সেই নোটিস দেওয়া হয়েছে বলে খবর। যদিও এ নিয়ে এখনও শুভেন্দু বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নতুন সরকার গঠনের পর থেকেই বিধানসভায় একের পর এক উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পর এই প্রথম বিধানসভা অধিবেশন চলছে। আর প্রথম অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠে গিয়েছে। অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না। অধিবেশন চলাকালীনও বেশ কয়েকবার একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে চলে গিয়েছেন।
এরপর মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী এদিন ওয়াকআউট করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ নতুন স্বাস্থ্যমন্ত্রীর পুরোনো ভুলে ভরা টুইটের স্ক্রিনশট পোস্ট করে ট্রোল সোশ্যাল মিডিয়ায়
পরে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন।’ এ ধরনের মন্তব্যের জন্যই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে। আপত্তিকর মন্তব্যের জন্য কোনও বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস নতুন কিছু নয়। কিন্তু প্রথমবার বিরোধী দলনেতা হয়েই শুভেন্দু অধিকারীকে এই নোটিস পেতে হল, এই ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন। এমনটাই বললেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা
চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, সংবাদমাধ্যমের সামনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ কোনও দলের প্রতিনিধি হিসেবে কাজ করেন না। তাই তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কাম্য নয় বলেই মন্তব্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। অন্যদিকে, বাম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে নোটিস দিয়েছেন আর এক তৃণমূল বিধায়ক তাপস রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584