নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ
সরস্বতী পুজো উদ্বোধনের মঞ্চে প্রকাশে খুন হলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।প্রকাশ্যে বিধায়কের এই খুনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার দায় চাপানো নিয়েও তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা তুঙ্গে।
আজ নদীয়ার ফুলবাড়ীতে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের এই বিধায়ক। সেখানেই একদল দুষ্কৃতী তাঁকে সামনে থেকে গুলি করে চম্পট দেয়।
ইতিমধ্যে নদীয়া জেলার তৃণমূল সভাপতি গৌরি শঙ্কর দত্ত ও নদীয়া জেলার পর্যবেক্ষক অনুব্রত মন্ডল এই খুনের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন। পাল্টা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগকে নস্যাত করে বলেন যে ঘটনায় বীরভূমের আমদানি করা রাজনীতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584