মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ এবার দৈনিক পত্রিকা রূপে আসতে চলেছে। বাংলায় সিপিআইএমের দৈনিক মুখপত্র আছে। কিন্তু কংগ্রেসের নেই। তাই এবার তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নিয়েছে তাঁদের মুখপত্রকে দৈনিকের আকার দেওয়া হবে।
অর্থাৎ দৈনিক পত্রিকা হিসেবে এবার আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’। এতদিন এটি সাপ্তাহিক মুখপত্র ছিল। শনিবার টুইটারে তৃণমূলের সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “২১ জুলাই থেকে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা”।
আগামী ২১ জুলাই শহিদ দিবসের দিন থেকেই তৃণমূলের মুখপত্র প্রত্যেকদিন পাওয়া যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী সহযোগিতা করলেই দ্রুত কার্যকর হবে সিএএঃ দিলীপ ঘোষ
সূত্রের খবর, তৃণমূলের এই মুখপত্র যদি দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ পায় তাহলে বেশকিছু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করতে পারবেন। সুতরাং কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। শনিবার টুইটে অভিষেক বন্ধ্যোপাধ্যায় লেখেন, ‘জাগো বাংলা’র প্রতিষ্ঠার পর থেকেই তা বাংলার মানুষের মনের কথা তুলে ধরেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই মুখপত্র সমগ্র রাজ্যের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এবার এই ‘জাগো বাংলা’ বড় আকারে দৈনিক পত্রিকা হিসাবে আসতে চলেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584