শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরাতে দলের নেতা কর্মীদের রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে , বারে বারে শারীরিক আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এই অভিযোগ তুলে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলো তৃণমূল।
সুপ্রিম কোর্টের মামলার আবেদনে মূলত দুটি বিষয় উল্লেখ করেছে তৃণমূল। প্রথম, তৃণমূলের দলীয় নেতৃত্বের ওপর হামলার ঘটনার তদন্তের জন্য একটি তদন্তকারী দল গঠন করা হোক যার নেতৃত্বে থাকবেন প্রাক্তন বিচারপতিদের কেউ। দ্বিতীয়, তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।
এই মামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, ‘আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও’। ”রাজ্যে আমাদের নেতা-কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত। ওদের মুখে এসব মানায় না। কোভিডের সময় আমাকে বেরতে দেওয়া হয়নি। আদালতে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়েছিল। সুপ্রিম কোর্টে যাবেন না চাঁদে যাবেন, সেটা ওঁদের ব্যাপার।”
আরও পড়ুনঃ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল করোনা বিধি-নিষেধের মেয়াদ, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
বঙ্গ বিজেপির সভাপতির এই মন্তব্যে ওয়াকিবহাল প্রশ্ন, তবে কি তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ কার্যত স্বীকারই করে নিচ্ছেন তাঁরা?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584