শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গতকাল রাজ্যসভায় নির্বাচনী সংস্কার বিল নিয়ে প্রস্তাব আনা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই বিলকে সামনে রেখে বিরোধীরা জোরালো দাবি তুলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই বিল নিয়ে রাজ্যসভায় বিরোধীদের সাথে শাসকদলের প্রচুর তর্ক বিতর্ক এবং হইহট্টগোল শুরু হয়। শেষ পর্যন্ত বিরোধী সাংসদরা এই বিল বাতিলের দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন।
এই হইচই এর মাঝে নির্বাচনী সংস্কার বিল নিয়ে জোরালো প্রতিবাদ করেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তর্ক, বিতর্কের এক পর্যায়ে তিনি নাকি রুল বুক ছুঁড়ে ফেলে দেন। এই অভিযোগ এনে শীতকালীন অধিবেশন পর্যন্ত ডেরেক-কে সাসপেন্ড করল রাজ্যসভার চেয়ারম্যান। বাকি থাকা শীতকালীন অধিবেশন পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি।
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws
We all know what happened after that.
Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021
Hope this Bill too will be repealed soon
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
সাসপেন্ড হওয়ার পর এই প্রসঙ্গে সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে বলেন, “আমি এর আগে শেষবার সাসপেন্ড হয়েছিলাম যখন ক্ষমতাসীন সরকার জোরপূর্বক কৃষকদের উপর কৃষি আইন চাপিয়ে দিচ্ছিল। আমরা সবাই দেখেছি এর ফলাফল কি হয়েছিল। এবার সাসপেন্ড হলাম যখন বিজেপি সরকার সাংসদ নিয়ে মজা করছে এবং আবারও বিতর্কিত নির্বাচনী আইনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশা করছি শীঘ্রই এই বিল বাতিল করা হবে।”
আরও পড়ুনঃ পুরভোটের ফল ঘোষণার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584