নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃনমূল নেতৃত্ব, অভিযোগের তীর বিজেপির দিকে। তৃনমূলের দুই মহিলা সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। অভিযোগ ছিনতাই করা হয়েছে অপরূপা পোদ্দারের ব্যাগ ও মোবাইল ফোন। এদিন সকালেই পশ্চিম ত্রিপুরা জেলার উত্তর বনমালীপুরে স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলনের পরে তৃণমূল সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দার ও আরও অনেকে।
সেখান থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন দুই তৃণমূল সাংসদ। সেখানেই তাঁদের ওপর বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, ত্রিপুরায় মানুষের স্বাধীনতা বলে কিছুই নেই। একই অভিযোগ তুলেছেন দোলা সেনও।
"Some TMC leaders and I were attacked in Sabroom and Belonia in Southern Tripura where we had gone to hoist Tricolour on the occasion of #IndependenceDay. Police were a silent spectator," says TMC MP Dola Sen. pic.twitter.com/9DmqB8zQgX
— ANI (@ANI) August 15, 2021
জানা গিয়েছে, বেতাকা দিয়ে নন্দীগ্রামে একটি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। যাত্রাপথেই তাঁদের ওপর হামলা হয়। ভাঙচুর করা হয় গাড়ী। মাথা ফেটে যায় দোলা সেনের নিরাপত্তা রক্ষীর। এমনকি ছিনিয়ে নেওয়া হয়েছে অপরূপার ব্যাগ ও ফোন।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর ইসি বৈঠকে থাকলেন না মোদি মনোনীত সদস্য, উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ
এই হামলার খবর পেয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব ত্রিপুরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আগামীকাল পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী ত্রিপুরায় পালন করা হবে ‘খেলা হবে’ দিবস, জানিয়েছেন তৃণমূল। সে নিয়েও কোন অশান্তি বাধে কিনা এখন সেদিকে নজর সকলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584